জুয়েল রানা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : সখীপুরে ডিগ্রি, অনার্স, মাস্টার্স স্টুডেন্টস্ (ডিঅমস্) এসোসিয়েশন উপজেলার ২১জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে। গতকাল বুধবার বিকেলে স্থানীয় ডাকবাংলো চত্বরে ডিঅমস্ আয়োজিত মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ অনুপম শাহজাহান জয়। ডিঅমর্সে সভাপতি মো. লিটন আহমেদের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, ইউএনও এস এম রফিকুল ইসলাম, পৌর মেয়র আবু হানিফ আজাদ, সহকারী কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকা, ওসি মো. মাকছুদুল আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সিদ্দিকী।
সন্ধ্যায় বাংলাদেশ বেতার ও টেলিভিশনের দেশখ্যাত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত অতিথি ও দর্শক-শ্রোতাদের কয়েক ঘন্টা মন মাতিয়ে রাখে।
সন্ধ্যায় বাংলাদেশ বেতার ও টেলিভিশনের দেশখ্যাত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত অতিথি ও দর্শক-শ্রোতাদের কয়েক ঘন্টা মন মাতিয়ে রাখে।