আন্তর্জাতিক ডেক্স : সৌদি নেতৃত্বাধীন জোট বলেছে, ইয়েমেনে হাসপাতালে বিমান হামলা চালানোর ‘রিপোর্টের’ তারা ‘নিরপেক্ষ’ তদন্ত শুরু করেছে। প্যারিস ভিত্তিক ত্রাণ সংস্থা ডক্টর্স উইদাউট বর্ডার (এমএসএফ) বলছে, বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলীয় হাজ্জা প্রদেশে এমএসএফ সহায়তাপুষ্ট হাসপাতালে জোট বাহিনীর বিমান হামলায় ১১ জন নিহত ও ১৯ জনেরও বেশি আহত হয়েছে। নিহতদের মধ্যে এমএসএফের একজন স্টাফও রয়েছে।
জোটের গুরুত্বপূর্ণ অংশীদার ওয়াশিংটন এ হামলার নিন্দা জানিয়েছে। এর মাত্র ৪৮ ঘন্টারও কম সময় আগে বিদ্রোহী নিয়ন্ত্রিত সা’দা প্রদেশের একটি স্কুলে বিমান হামলায় ১০ শিশু প্রাণ হারায়।
বিমান হামলায় বেসামরিক হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ায় জোটের বিরুদ্ধে সমালোচনা তীব্র হওয়ায় তারা একটি তদন্ত দল গঠন করেছে। সোমবার দল থেকে বলা হয়েছে, হাজ্জা প্রদেশে হাসপাতালে বিমান হামলার সংবাদ বিষয়ে দ্য জয়েন্ট ইন্সিডেন্টস অ্যাসেসমেন্ট টিম (জেআইএটি) অবগত আছে এবং এ বিষয়ে দ্রুত নিরপেক্ষ তদন্তেরও নির্দেশ দেয়া হয়েছে।
জেআইএটি বলছে, সা’দা প্রদেশে শনিবারের হামলার বিষয়টিও তারা তদন্ত করছে।
স্কুলে হামলার কথা অস্বীকার করে সৌদি জোট বলছে, তারা শিশু সৈন্যদের প্রশিক্ষণ দেয়া হয় এমন একটি ক্যাম্পে হামলা চালিয়েছে।