গোপালপুরে কলেজ সরকারিকরণের দাবিতে অর্ধ-দিবস হরতাল পালিত

গোপালপুরে কলেজ সরকারিকরণের দাবিতে অর্ধ-দিবস হরতাল পালিত

মোঃ নূর আলম, গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : গোপালপুরের ঐতিহ্যবাহী ও প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান  গোপালপুর কলেজের পরিবর্তে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামী এবং জোট সরকারের সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু প্রতিষ্ঠিত মেহেরুন্নেছা মহিলা কলেজ সরকারিকরণের প্রতিবাদে আজ  সোমবার গোপালপুরে অর্ধ দিবস হরতাল পালিত হয়। সকাল থেকে উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু ও পৌর মেয়র রকিবুল হক ছানার, নেতৃত্বে গোপালপুর কলেজের শিক্ষক-ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রাস্তায় পিকেটিং করে।  শহরের দোকানপাট ও গাড়ি-ঘোড়া চলাচল বন্ধ থাকে। এসময় শহর আওয়ামীলীগ সভাপতি রফিকুল ইসলাম, গোপালপুর কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আকন্দ, উপাধ্যক্ষ মানিকুজ্জামান, আওয়ামীলীগ নেতা এবং হেমনগর ইউনিয়নের চেয়ারম্যান রওশন খান আইয়ুব, উপজেলা ছাত্রলীগ আহবায়ক মঞ্জুরুল হক ফরিদ ও কলেজ শাখা সভাপতি নূরনবী সোহাগ প্রমুখ। উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু অভিযোগ করেন, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত গোপালপুর কলেজকে দুই বছর আগে শিক্ষা মন্ত্রনালয় সরকারিকরণের কথা জানায়। কলেজে সব ধরনের নিয়োগ বন্ধ করে দেয়। কিন্তু গত ৩০ জুন মাননীয় প্রধান মন্ত্রীর দপ্তর থেকে সারা দেশের ১৯৯টি কলেজ সরকারিকরণের যে তালিকা প্রকাশ হয় তাতে গোপালপুর কলেজকে বাদ দিয়ে ১৯৯৫ সালে আব্দুস সালাম পিন্টু প্রতিষ্ঠিত মেহেরুন্নেছা মহিলা কলেজের নাম অন্তর্ভূক্ত করা হয়। তাই পুনরায় তদন্তের ভিত্তিতে মেহেরুন্নেছা মহিলা কলেজের পরিবর্তে  গোপালপুর কলেজকে সরকরীকরণের দাবী জানান তিনি।