সখীপুরে ক্ষুদ্র-নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে আলোচনা

সখীপুরে ক্ষুদ্র-নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে আলোচনা

জুয়েল রানা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে ক্ষুদ্র-নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন বিষয়ে আলোচনা সভা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে আলোচনা সভার প্রধান আলোচক ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের  মহাপরিচালক (প্রশাসন) ও প্রকল্প পরিচালক, একসেস টু ইনফরমেশন (এ টু আই) কবির বিন আনোয়ার। সখীপুরে আদিবাসীদের সংগঠন ট্রাইবাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করেন। সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) মমতাজ বেগম. উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, আদিবাসী সংগঠনের সভাপতি রবীন্দ্র বর্মন প্রমুখ। পরে প্রধান অতিথি কবির বিন আনোয়ার আদিবাসীদের সিএনজি চালিত অটো রিকশা থেকে আয়কৃত টাকায়  পরিচালিত দুটি কুটির শিল্প পরিদর্শন করেন।