জমে উঠেছে টাংগাইল ডি সি লেক

জমে উঠেছে টাংগাইল ডি সি লেক


মীর্জা শহিদুজ্জামান দুলাল : আমাদের যান্ত্রিক ও ডিজিটাল যুগের ব্যস্ত সময়ের  মাঝেও একটু প্রশান্তি, নির্মল হাওয়া, কোলাহল মুক্ত সবুজ শীতল জলজ হাওয়া, প্রকৃতির নীল  আকাশ, খোলা মাঠ, পাখির কোলাহল, এদের কাছে যেতে মন কার না চায় ? তবে আমরা যারা শহরে থাকি তাদের হয়তো একটু বেশিই যান্ত্রিকতা পেয়ে বসেছে কাজের চাপ। সময়ের অভাবে অনেক চাহিদাকেই জলাঞ্জলি দিতে হয় আমাদের। অনেক চাহিদার মাঝে  প্রকৃতির কাছে যাওয়া একটি মনের চাহিদা। এ  জন্যই হয়তবা  একটু সময় পেলেই মানুষ ছুটে চলে প্রকৃতির কাছে। তার বাস্তব উদাহরণ দেখতে পাই টাঙ্গাইল এর  ডিসি লেকে। একটু অবসরে এখানে প্রতিদিন অসংখ্য নারী-পুরুষ, শিশুরা ভীর জমায়। যান্ত্রিক কোলাহল মুক্ত দৃষ্টিনন্দন সবুজে ঘেরা শহরের প্রাণকেন্দ্র ও  যাতায়াত  সুবিধা হওয়াতে সকলের কাছে প্রিয় হয়ে উঠেছে  এই লেক। পার্কে বেড়াতে আসা কলেজ ছাত্র আরিফুল ইসলাম বলেন শহরে আর কোথাও এমন সবুজ মনোরম পরিবেশ নেই তাই এখানে আসা । পহেলা বৈশাখে ডি সি লেক  চালু হলেও এখনও পুরাপুরি কাজ শেষ হয়নি। শোভাবর্ধনের কাজ এখনও চলছে, টাঙ্গাইল শহরে বিনোদন কিংবা অবসরে সময় কাটানোর তেমন কোন জায়গা নাই বললেই চলে। ডি সি লেক কিছুটা হলেও  তার চাহিদা মেটাবে টাংগাইল বাসীর ।