সখীপুরে গলায় বেলুন (কনডম) আটকে শিশুর মৃত্যু

সখীপুরে গলায় বেলুন (কনডম) আটকে শিশুর মৃত্যু

জুয়েল রানা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :  সখীপুরে শ্বাসনালিতে বেলুন আটকে হোসেন আলী (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। গতকাল শুক্রবার বিকেলে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে খেলতে গিয়ে বেলুন ফুলানোর সময় এ ঘটনা ঘটে। ওই শিশুটির বাড়ি উপজেলার ইছাদিঘী গ্রামে। বাবার নাম বিল্লাল মিয়া ওরফে বেলা পাগলা।

উপজেলার ইছাদিঘী গ্রামের বাসিন্দা ও প্রতিবেশী আমিনুল ইসলাম জানান, শিশুটি দুপুরে খাবার খেয়ে প্রতিবেশী বন্ধুদের সঙ্গে বেলুন (কনডম) নিয়ে ফুঁ দিয়ে ফুলিয়ে খেলছিল। একপর্যায়ে বেলুনটি গলায় আটকে যায়। ওই সময় শিশুটি অজ্ঞান হয়ে পড়লে বিকেল তিনটার দিকে প্রতিবেশীরা সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইয়াছিন উল্লাহ শিশুটিকে মৃত ঘোষণা করেন।