সুচি সরকারের সূচনা : ৬৯ রাজবন্দীর মুক্তি

সুচি সরকারের সূচনা : ৬৯ রাজবন্দীর মুক্তি

আন্তর্জাতিক ডেস্ক :  সুচি সরকার ক্ষমতায় আসার পর পরই নতুন দিনের সূচনা করল। মিয়ানমারের নতুন নির্বাচিত সরকার কারাগার থেকে ৬৯ রাজবন্দীকে মুক্তি দিয়েছে। রাজবন্দীদের সবাই শিক্ষার্থী। খবর বিবিসির।

বৃহস্পতিবার দেশের রাজবন্দীদের মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছিলেন অং সান সু চি। এর ধারাবাহিকতায় রাজবন্দীদের মুক্তি দিতে শুক্রবার কারাগার কর্তৃপক্ষকে নির্দেশ দেয় স্থানীয় একটি আদালত। ওই শিক্ষার্থীরা সামরিক সরকারের সময় আটক হয়েছিলেন।

এখনো বেশ কয়েকটি কারাগারে ৪শ`র মত রাজবন্দী রয়েছেন। আইনগত প্রক্রিয়ার কারণে তাদের মুক্তিতে আরো কিছুদিন সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রায় এক বছর পর ওই রাজবন্দী শিক্ষার্থীদের মুক্তিতে আদালত চত্বরে আনন্দ আর উল্লাস ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন পর স্বজনদের সঙ্গে মিলিত হতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন শিক্ষার্থীরা।