টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্প্রচার করবে যেসব চ্যানেল

টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্প্রচার করবে যেসব চ্যানেল


স্পোর্টস ডেস্ক :  জিম্বাবুয়ে- হংকং ম্যাচের মধ্য দিয়ে আজ পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের জমজমাট ষষ্ঠ আসরের প্রথম পর্বের। আর আগামী ১৬ মার্চ শুরু হবে মূল পর্বের খেলা। বাংলাদেশের বেসরকারী টিভি চ্যানেল গাজী টিভি (জিটিভি), মাছরাঙ্গা ও সরকারি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন এই আসরের সবগুলো খেলা সম্প্রচার করবে।

বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বে প্রায় ১৫টি দেশে প্রায় ২৫টি চ্যানেলে বিশ্বকাপের ম্যাচগুলো সম্প্রচারিত হবে।

উল্লখ্য, ভারতের স্টার টিভি কর্তৃপক্ষ ২০২৩ সাল পর্যন্ত আইসিসির সকল ম্যাচ সম্প্রচারের দায়িত্ব পেয়েছে। আর স্টারের কাছ থেকে অন্যান্য চ্যানেলগুলো সম্প্রচার সত্ব নিয়ে প্রচার করবে।