সখীপুরে গণ হিস্ট্রিয়া রোগে ১৪ শিক্ষার্থী হাসপাতালে

সখীপুরে গণ হিস্ট্রিয়া রোগে ১৪ শিক্ষার্থী হাসপাতালে

জুয়েল রানা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :  টাঙ্গাইলের সখীপুরে কালিদাস কলিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী গণ হিস্ট্রিয়া রোগে হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ক্লাস চলাকালীন সময়ে তারা একে একে অসুস্থ হয়ে পড়লে শিক্ষকরা তাদের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কালিদাস উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম জানান, সকাল সাড়ে নয়টার দিকে যথারীতি বিদ্যালয়ে ক্লাস শুরু হলে সপ্তম শ্রেণির জাহিদ হাসান মাথা ব্যথায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাকে বিদ্যালয়ের বারান্দায় নিয়ে মাথায় পানি ঢালা শুরু করলে দেখাদেখি অন্যান্য ক্লাসের ১৪ জন শিক্ষার্থী একে একে অসুস্থ হয়ে পড়ে। পরে শিক্ষকরা ব্যাটারিচালিত অটোরিকশা যোগে তাদেরকে পাঁচ কিলোমিটার দূরে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ভর্তিকৃতরা হচ্ছে- নবম শ্রেণির শিলা, স্বপ্না রানি, অন্তরা, সপ্তম শ্রেণির মুক্তি, আলিফ, সুলতানা, সীমা, জাহিদ হাসান, আশিস সরকার ষষ্ঠ শ্রেণির আরজিনা, তাসলিমা, দোলন আক্তার ও রিশিতা আক্তার।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাজমুল হোসাইন বলেন, এ রোগের নাম মাস হিস্ট্রিয়া (গণ হিস্ট্রিয়া)। এ রোগ নিয়ে চিন্তার কিছু নেই। কয়েকজন বিকেলেই সুস্থ হয়ে বাড়ি ফিরবে। আশা করি বাকিরাও পরেরদিন সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে।