শিশু হত্যা বন্ধে সরকারকে দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করতে হবে -বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি

শিশু হত্যা বন্ধে সরকারকে দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করতে হবে -বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি

বিশেষ প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ ওসমান গণি ও মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা এক যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, শুধুমাত্র গত ফেব্রুয়ারী ২০১৬ মাসেই সারাদেশে ২৪ শিশুসহ ৪৬৫ নৃশংসভাবে খুন হয়েছে। আহত হয়েছে ২,৪৬২ জন। সর্বশেষ ঢাকায় দুই শিশু চাইনিজ খাবার খেয়ে হত্যা হওয়ার খবর বেরোলেও পরবর্তীতে ময়নাতদন্তের মাধ্যমে জানা যায় তাদেরকেও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এতে করে সারাদেশের স্বাভাবিক  অস্বাভাবিক হয়ে উঠেছে। বিভিন্ন পত্রিকার মাধ্যমে আরো জানা যায়, সারাদেশে খালে ডালে এখন লাশ আর লাশ। এভাবে একটি দেশে চলতে পারে না। যশোরে তিন মাসের শিশুকে হত্যা করেছে পাষন্ড পিতা। চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলায় পিতাকে তিন টুকরা করে ছেলের হাত-পা কর্তন করেছে দুর্বৃত্তরা। আমরা এখন কোন যুগে বসবাস করছি? এখানে কেউ নিরাপদ নেই। সাংবাদিক, বুদ্ধিজীবী, দেশপ্রেমিক তারাও এখন সত্য কথা বলতে গিয়ে কারাগারে মাসের পর মাস মানবেতর জীবন-যাপন করছে। নেতৃবৃন্দ বলেন, শিশু হত্যা বন্ধ না করলে সরকারকে এর দায়িত্বের জবাবদিহি ব্যালটের মাধ্যমে জনগণের কাছে দিতেই হবে। নেতৃবৃন্দ অবিলম্বে শিশু হত্যা বন্ধসহ সারাদেশের গুম-খুন থেকে সাধারণ মানুষকে অব্যাহতি দেয়ার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আহ্বান জানান।

নেতৃবৃন্দ অপর এক বিবৃতিতে মহান স্বাধীনতার মাসে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিজয় প্রত্যাশা করেন।