অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিম্বাবুয়েকে কাঁদিয়ে শেষ আটে ক্যারিবীয়রা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিম্বাবুয়েকে কাঁদিয়ে শেষ আটে ক্যারিবীয়রা

স্পোর্টস ডেক্স :  জিম্বাবুয়েকে কাঁদিয়ে যুব বিশ্বকাপের শেষ আটে উঠেছে ক্যারিবীয়রা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ২ রানের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ যুবারা।

মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের নিজেদের শেষ ম্যাচে জেতা ম্যাচটা নাটকীয়ভাবে হেরে যায় জিম্বাবুয়ে।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে ২২৪ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস।

২২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ে বেশ ভালোই শুরু করেছিল। উদ্বোধনী জুটিতে ৩৬ রান দলের স্কোরশিটে যোগ করেন ব্রেন্ডন সিলি (৫) ও শন স্নাইডার(৫২)।

মিডেলঅর্ডারে থাকা জেরিমি ইভিস (৩৭), অ্যাডাম কিফি (৪৩) এবং মাশিঙ্গে (২৩) এদিন ভালোই খেলছিলেন।

কিন্তু তাদের বিদায়ে ছন্দপতন ঘটে জিম্বাবুয়ের ব্যাটিংয়ে। লোয়ার অর্ডারে থাকা ওয়েলসি মাদেভারের ২১ ও মাতিগিমোর অপরাজিত ১০ রানও জিম্বাবুয়েকে পরাজয়ের হাত থেকে রক্ষা করতে পারেনি।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সেরা বোলার আলজারি জোসেফ। ৩০ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন তিনি। দুটি উইকেট ঝুলিতে জমা করেছেন স্পিঙ্গার।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ সূচনা করেছিল দারুণভাবে। দলীয় ৪২ রানে বিদায় নেন পেনার গিডরন পপ (৩০)। অপর ওপেনার বিদায় নেন দলের স্কোরশিটে ৩১ রান যোগ করে।

ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ ৬১ রান আসে অলরাউন্ডার স্পিঙ্গারের ব্যাট থেকে। ১৭ রানের মাথায় রানআউটে কাটা পড়েন হেটমায়ার।

২৮ রান দিয়ে ৩ উইকেট নেন জিম্বাবুয়ের বোলার মাগারিরা। ২টি উইকেট লাভ করেন ওয়েলসি মাদেভার।