কারো কাছে ভিক্ষা চাইতে যাবো না: প্রধানমন্ত্রী

কারো কাছে ভিক্ষা চাইতে যাবো না: প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদক : দেশের উন্নয়নে বাংলাদেশ আর কারো কাছে ভিক্ষা চাইতে যাবে না, বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রাজধানীর খামারবাড়িতে কৃষি ও কৃষকদের নিয়ে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, কারো কাছে ভিক্ষা চাইতে যাবো না। আমরা নিজস্ব শ্রম ও মেধা দিয়ে এগিয়ে যাবো। মনে রাখতে হবে বাঙালি মুক্তিযুদ্ধ করে জয়লাভ করা জাতি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা কেবল কৃষিতেই নয় অনেক সেক্টরে আমাদের অর্জন ভালো। পোল্ট্রি শিল্প থেকে শুরু করে দুগ্ধ উৎপাদন, মৎস্য উৎপাদনে আমাদের অবস্থান অনেক ভালো। আওয়ামী লীগ সরকার কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে রপ্তানির উদ্যোগ জোরদার করেছে।

তিনি আরও বলেন, বিদেশে আমাদের দুগ্ধজাত পণ্যের বিশাল বাজার রয়েছে। কেননা বিদেশে বহু বাঙালি রয়েছে যারা দেশি পণ্য কেনার জন্য উৎগ্রিব হয়ে আছেন। অর্থাৎ আমি বলতে চাই বিদেশে আমাদের কৃষিজাত পণ্যের অনেক বাজার রয়েছে। এগুলোকে কাজে লাগাতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, গতকাল দুইটি যাত্রীবাহী বিমানের উদ্বোধন করেছি। আমি তাদেরকে কার্গো বিমান কিনতে বলেছি, যাতে করে আমরা আমাদের পণ্য বিদেশে আমাদের বিমানে পাঠাতে পারি।