মাও- সে তুং এর ১২২ ফুটের মূর্তি

মাও- সে তুং এর ১২২ ফুটের মূর্তি

আন্তর্জাতিক ডেস্ক :  উচ্চতায় প্রায় ১২২ ফুট। সুবিশাল সেই মূর্তিটি শোভা পাবে শহরের উপকণ্ঠে। মাও -কে চীনের শ্রদ্ধার্ঘ। চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মাও সে তুং-এর ১২২ ফুট স্বর্ণমূর্তি তৈরি করছে চিন। স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন পেশার মানুষের আর্থিক সহায়তায় চীনে তৈরি হচ্ছে চেয়ারম্যান মাও-এর বিশাল স্বর্ণমূর্তিটি।

মূর্তিটি তৈরি করতে খরচ পড়ছে ৩ লক্ষ ১৩ হাজার মার্কিন ডলার মূর্তিটি রাখা হচ্ছে চীনের গ্রামীণ এলাকা হেনান প্রদেশের তংখু কাউন্টিতে। চীনের প্রেসিডেন্ট জি জিংপিং-এর কথায়, 'মাও এখনও বহু চিনা নাগরিকের কাছে নায়ক।' মাও সে তুং-এর এই মূর্তিটি নিয়ে চীনে বেশ উন্মাদনা সৃষ্টি হলেও অনলাইনে শুরু হয়েছে সমালোচনাও। অনেকেই একে অর্থের অপচয় বলে কটাক্ষ করছেন।

আপাতত তৈরি করা হচ্ছে মূর্তিটি। একটি চেয়ারে বসে রয়েছেন মাও সে তুং। আর কয়েক মাসের মধ্যে মূর্তিটি তৈরির কাজ শেষ হয়ে যাবে।- সংবাদমাধ্যম