গাজীপুরে কারখানায় অগ্নিকাণ্ডে মামলা, আরও ১ জনের মৃত্যু

গাজীপুরে কারখানায় অগ্নিকাণ্ডে মামলা, আরও ১ জনের মৃত্যু

টাঙ্গাইলদর্পণডটকম : গাজীপুরের পূবাইল এলাকায় কারখানার বয়লার বিস্ফোরণের ঘটনায় কামাল হোসেন (৪৯) নামে দগ্ধ আরও একজন শ্রমিক মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ এসআই মোজাম্মেল হোসেন জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে অগ্নিদগ্ধ কামাল হোসেন মারা যান। তিনি স্মার্ট মেটাল এন্ড কেমিক্যাল লিমিটেড কারখানার সুপারভাইজার ছিলেন। নরসিংদীর ঘোড়াশাল এলাকায় তার বাড়ি। গত শনিবার কারখানাটির বয়লার বিস্ফোরণে তিনি দগ্ঘ হন।

ওই ঘটনায় এ নিয়ে ৮ শ্রমিকের মৃত্যু হল।

এদিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় জয়দেবপুর থানার পূবাইল পুলিশ ক্যাম্পের এএসআই গোলাম সারোয়ার বাদী হয়ে কারখানার মালিকসহ তিনজনের নাম উল্লেখ করে আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে জয়দেবপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

মামলার আসামিরা হলেন কারখানার মালিক গাজীপুর সিটি করপোরেশনের বসুগাঁও পশ্চিমপাড়া এলাকার মৃত ইছহাক হাওলাদারের ছেলে মো. ইমান উদ্দিন (৪৭), কারখানার
ম্যানেজার মো. শাহীন (৩৫) ও জমির মালিক গাজীপুর সদর উপজেলার বড় কয়ের এলাকার দুদু বেপারীর ছেলে বাছেদ বেপারী (৬৫)।