শিক্ষকদের ধর্মঘটের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

শিক্ষকদের ধর্মঘটের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

নিউজ ডেক্স :  দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চলমান কর্মবিরতির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রবিবার সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। রিটে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্লাসে শিক্ষকদের অংশগ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে।

বিচারপতি সৈয়দ দস্তগীর হোসাইনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হতে পারে।

নতুন বেতন কাঠামোতে সিলেকশন গ্রেড বহাল ও বেতন কাঠামো নিয়ে সমস্যা নিরসনের দাবিতে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকরা ১১ জানুয়ারি থেকে কর্মবিরতি পালন করে আসছেন। আজ তাদের আন্দোলন সপ্তম দিনে গড়িয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে এ কর্মবিরতিতে নজিরবিহীনভাবে দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয় তিনদিন ধরে কার্যত অচল হয়ে আছে।