সারা দেশের মতো টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে পাঠ্যপুস্তক উৎসব দিবস

সারা দেশের মতো টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে পাঠ্যপুস্তক উৎসব দিবস


স্টাফ রিপোর্টার :  নতুন বছরের প্রথম দিন ১ জানুয়ারি সারা দেশের মতো টাঙ্গাইলেও শুরু হয়েছে পাঠ্যপুস্তক উৎসব দিবস। ‘নতুন বইয়ের গন্ধ শুঁকে ফুলের মতো ফুটব, বর্ণমালার গরব নিয়ে আকাশ জুড়ে উঠব’ শ্লোগানে শুক্রবার সকাল ১০ টায় টাঙ্গাইল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে এই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনিরা সুলতানা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম, জেলা শিক্ষা অফিসার মোঃ শফিউল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুল হকসহ জেলা প্রশাসন ও  জেলা শিক্ষা বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বই উৎসব উপলক্ষে স্কুলগুলোয় বসেছে শিক্ষার্থীদের আনন্দমেলা। নতুন বছরের প্রথমদিনে নতুন বই পেয়ে ক্ষুদে শিক্ষার্থীরা বেজায় খুশি। শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পেরে আনন্দিত শিক্ষকরাও।

জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেন জানিয়েছেন, জেলার ২হাজার ৪শ’৪০ টি প্রাথমিক বিদ্যালয়ে ২৫ লাখ এবং ৮শ’১টি মাধ্যমিক বিদ্যালয়ে ৫৫ লাখ নতুন বই বিতরন করা হবে।