আলাস্কায় ৭.১ মাত্রার ভূকম্পন

আলাস্কায় ৭.১ মাত্রার ভূকম্পন

আন্তর্জাতিক ডেস্ক :  যুক্তরাষ্ট্রের আলাস্কায় ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার সকালের দিকে আঘাত হানা ওই ভূকম্পন ৩০ সেকেণ্ড স্থায়ী ছিল। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর সিএনএন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, আলাস্কার ১৬২ মাইল দক্ষিণ-পশ্চিমে কুক ইনেলেটেরর কাছে ভূকম্পনটির কেন্দ্র ছিল। কেন্দ্রস্থলের ৫০ মাইল গভীরে ভূকম্পনটির উৎপত্তি হয়েছে।

জোসুয়া ভেলদস্ত্রা নামের একজন ফটোসাংবাদিক জানান, সকালের দিকে অাঘাত হানা কম্পনটি ৩০ সেকেণ্ড স্থায়ী ছিল। স্থানীয় পুলিশের এক ট্যুইট বার্তায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করা হয়েছে।