টাঙ্গাইলের ৮ পৌরসভা নির্বাচনে ৫ টিতেই বিদ্রোহী প্রার্থী

টাঙ্গাইলের ৮ পৌরসভা নির্বাচনে ৫ টিতেই বিদ্রোহী প্রার্থী

বিভাস কৃষ্ণ চৌধুরী :  টাঙ্গাইলের ৮ পৌরসভা নির্বাচনে ৫ টিতেই বিদ্রোহী প্রার্থী রয়েছে। টাঙ্গাইল জেলার আটটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারটি পৌরসভায় আওয়ামী লীগের এবং দুটিতে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এ দুটি দল ছাড়া অন্য কোন দলে বিদ্রোহী প্রার্থী নেই।

টাঙ্গাইল সদর পৌরসভায় আওয়ামী লীগে একক প্রার্থী থাকলেও বিএনপিতে বিদ্রোহী প্রার্থী রয়েছেন। দল মনোনীত প্রার্থী হলেন মাহমুদুল হক সানু। বিদ্রোহী প্রার্থী হয়েছেন জাফর আহমেদ।

গোপালপুর পৌরসভায় বিএনপি’র বিদ্রোহী না থাকলেও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। দল মনোনীত প্রার্থী হলেন রকিবুল হক ছানা। এনামুল হক ও আশরাফুজ্জামান আজাদ দুজনই বিদ্রোহী প্রার্থী হয়েছেন।

ভুঞাপুর পৌরসভায় দুটি দলের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এখানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুদুল হক মাসুদ। তার বিদ্রোহী হয়েছেন আজহারুল ইসলাম। একইভাবে বিএনপি’র আবদুল খালেক মন্ডল দল মনোনীত হলেও বিদ্রোহী হয়েছেন জাহাঙ্গীর হোসেন।

কালিহাতী পৌরসভায় বিএনপির কোন বিদ্রোহী প্রার্থী নেই। আওয়ামী লীগের আনছার আলী বিকম’-এর বিদ্রোহী হয়েছেন হুমায়ুন খালিদ।

সখীপুর পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী আবু হানিফ আজাদ। বিদ্রোহী হয়েছেন জাহাঙ্গীর তালুকদার। অন্যদিকে বিএনপি নাছির উদ্দিনের বিপরীতে বিদ্রোহী হয়েছেন ছানোয়ার হোসেন সজীব।