বাংলাদেশ ক্রিকেট লীগ শুরু হবে ১০ জানুয়ারি থেকে

বাংলাদেশ ক্রিকেট লীগ শুরু হবে ১০ জানুয়ারি থেকে

স্পোর্টস ডেস্ক :  বাংলাদেশ ক্রিকেট লীগ ২০১৬র প্রথম শ্রেণীর প্রতিযেগিতা ১০ জানুয়ারিতে শুরু হবে বলে জানিয়েছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যনি আকরাম খান। এ লীগে চারটি আঞ্চলিক দল উত্তর, দক্ষিণ, পূর্ব এবং এবং কেন্দ্রীয় নামে খেলাবে। যাতে অংশগ্রহণ করবে দেশিয় খেলোয়াড়দের পাশাপাশি বিদেশি খেলোয়াড়েরাও।

আকরাম বলেন, “বিসিএল শুরু হবে জানুয়ারির ১০ তারিখে। এটি হবে ডাবল-লীগ ভিত্তিক খেলা। ফলে এখানে কোন ফাইনাল ম্যাচ থাকবে না গতবছরের মতো।”

জাতীয় দলের খেলোয়াড়েরাও বিসিএলের দলে অংশ নিতে পারবে বলে জানান আকরাম খান। তিনি বলেন, “বেশিরভাগ জাতীয় দলের খেলোয়াড় টি-২০ ক্যাম্পে ব্যস্ত সময় পার করবে। তবুও কোচ যদি মনে করেন তবে কোন ব্যাটসম্যান বা বোলারের অনুশীলনের জায়গা হতে পারে বিসিএলে অংশগ্রহণ।

আকরাম আরও জানান, ক্রিকেটের ভেন্যু হিসেবে পরিচিত বেশিরভাগ স্টেডিয়াম ব্যস্ত থাকবে তাই বগুড়া এবং রাজশাহী হতে যাচ্ছে বিসিএলের ভেন্যু।

এবার বিসিএলের সঙ্গে যুক্ত থাকছে ওয়ালটন (কেন্দ্রীয় দল), প্রাইম ব্যাংক (দক্ষিণ দল), ইসলামী ব্যাংক (পূর্ব দল) এবং ক্রিকেট বোর্ড।