সখীপুরে ভ্রাম্যমাণ আদালত করতে গিয়ে ইউএনও অবরুদ্ধ বিক্ষোভ সমাবেশ

সখীপুরে ভ্রাম্যমাণ আদালত করতে গিয়ে ইউএনও অবরুদ্ধ বিক্ষোভ সমাবেশ

জুয়েল রানা, সখীপুর প্রতিনিধি :  টাঙ্গাইলের সখীপুরে ভ্রাম্যমাণ আদালত করতে গিয়ে ব্যবসায়ীদের তোপের মুখে পড়েন আদালত পরিচালনাকারী সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রফিকুল ইসলাম। গতকাল শনিবার দুপুরে পলিথিন ও পলিব্যাগে চাল বিক্রির অপরাধে কয়েকটি দোকানে অভিযান চালাতে গিয়ে তিনি অবরুদ্ধ হন। পরে সখীপুর বাজার বণিক সমিতি সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে।


ব্যবসায়ী ও স্থানীয় সূত্র জানায়, গতকাল শনিবার দুপুরে আদালত সখীপুর বাজারের চালের দোকানে অভিযান চালিয়ে ছয় দোকানদারকে জরিমানা করে। এ খবর ছড়িয়ে পড়লে সখীপুর বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ ওই অভিযান বন্ধ করার জন্য প্রথমে অনুরোধ জানায়। ইউএনও তা প্রত্যাখ্যান করলে বাজারের ব্যবসায়ীরা সব দোকানপাট বন্ধ করে ইউএনওকে কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখেন। পরে বণিক সমিতির সভাপতি তাহেরুল ইসলামের সহযোগিতায় ইউএনও তড়িগড়ি করে গাড়িতে উঠে চলে যান। পরে মুখতার ফোয়ারা চত্বরে সখীপুর-ঢাকা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন সখীপুর বাজারের শতাধিক ব্যবসায়ী।



সখীপুর বাজার বণিক সমিতির সভাপতি তাহেরুল ইসলাম ওরফে ইয়ারুম বলেন, ‘দোকানদারদের কাছে থাকা পলিব্যাগের চাল বিক্রির সময় না দিয়ে তিনি একতরফা জরিমানা করতে থাকেন। বাধ্য হয়ে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে সড়ক অবরোধ করে। এক পর্যায়ে ব্যবসায়ীদের আন্দোলনের মুখে তিনি আদালত স্থগিত করে চলে যেতে বাধ্য হন।’

জানতে চাইলে আদালত পরিচালনাকারী ইউএনও এস এম রফিকুল ইসলাম অবরুদ্ধ হওয়ার বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ‘ব্যবসায়ীদের অনুরোধে তাদের ১০ দিনের সময় দেওয়া হয়েছে।’