আলোচিত মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

আলোচিত মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

File Image
নিউজ ডেক্স : আলোচিত সকল মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সোমবার আইনমন্ত্রী আনিসুল হককে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন বলে উপস্থিত এক মন্ত্রী জানিয়েছেন।

সচিবালয়ের ৬ নম্বর ভবনে দফতর থাকা এ মন্ত্রী নাম প্রকাশ করেননি। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

দ্রুততম সময়ে রবিবার আদালত দুই শিশু হত্যার রায় দিয়েছে। আদালত ১৭ বিচারিক কার্যদিবসে সিলেটের সবজি বিক্রেতা শিশু শেখ সামিউল আলম রাজন হত্যার রায় দেয়। অপরদিকে, খুলনায় গ্যারেজকর্মী শিশু রাকিব হত্যা মামলার রায় দেওয়া হয় ১০ কার্যদিবসে। আলোচিত দুটি মামলার রায়ে ছয়জনের ফাঁসির আদেশ হয়েছে।

ওই মন্ত্রী বলেন, বৈঠকে অনির্ধারিত আলোচনায় আইনমন্ত্রী এ দুই রায়কে ভাল উদাহরণ হিসেবে উল্লেখ করেন। এ আলোচনায় অংশ নিয়ে কয়েকজন মন্ত্রী দ্রুততম সময়ে এ দুটি রায় হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আলোচনার একপর্যায়ে আইনমন্ত্রীকে সকল আলোচিত মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন।’

দলীয়ভাবে পৌরসভা নির্বাচনের জন্য সংশোধিত অধ্যাদেশটি আইনে পরিণত করতে ‘স্থানীয় সরকার (পৌরসভা)(সংশোধন) আইন, ২০১৫’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভায়।

পৌরসভা নির্বাচন নিয়ে মন্ত্রিসভায় আলোচনার বিভিন্ন দিক তুলে ধরে নাম প্রকাশে অনিচ্ছুক ওই মন্ত্রী বলেন, ‘অনেকেই মত প্রকাশ করেন, এ আইনের কারণে জাতীয় নির্বাচনের মতো কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবে না। কারণ দলীয় মনোনয়ন ছাড়া প্রার্থীরা হবেন স্বতন্ত্র। আইন অনুযায়ী স্বতন্ত্র হিসেবে মেয়র প্রার্থী হতে হলে ২০০ ও কাউন্সিলর প্রার্থী হতে হলে ১৫০ ভোটারের স্বাক্ষরযুক্ত সমর্থনের দলিল দাখিল করতে হবে।’

‘কোনো কোনো মন্ত্রী স্বাক্ষরের বিষয়টি না রাখার কথা বললেও প্রধানমন্ত্রী তা নাকচ করে দিয়ে বলেন, যা আছে তাই থাকুক, এতে যে খুশি সে প্রার্থী হবে না।’

আগামী ডিসেম্বরের মধ্যে সারাদেশে পৌরসভা নির্বাচন হবে।