সখীপুরে খুন

সখীপুরে খুন

জুয়েল রানা, সখীপুর প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে জমিতে মাটি ফেলাকে কেন্দ্র করে  ঝগড়ার এক পর্যায়ে ফজল মিয়া (৫৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার উপজেলার বাঘবেড় গ্রামে। এ ব্যাপারে নিহত ফজল মিয়ার ছেলে নুরুল ইসলাম তিনজনকে আসামি করে সখীপুর থানায় খুনের মামলা করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুলিশ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বাঘবেড় গ্রামে রাস্তার পাশে একটি জমিতে ওই গ্রামের আবদুর রহিম (৪৫), ইয়ারমামুদ (৫০) ও  ঠান্ডু মিয়া (৫২) মিলে মাটি ফেলা শুরু করলে ফজল মিয়া এতে বাধা দেয়। ওই সময় আবদুর রহিম তেড়ে এসে ফজল মিয়ার গলাচেপে ধরলে অজ্ঞান হয়ে পড়ে। প্রতিবেশী লোকজন ফজলকে বেলা দুইটার দিকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে।
ফজলের ছোটভাই শামসুল হক বলেন, ওরা আমার ভাইকে গলাটিপে হত্যা করে।
সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাকছুদুল আলম  বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বাদী পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। মামলা হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।