নিরাপত্তার বেষ্টনীতে থাকতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী

নিরাপত্তার বেষ্টনীতে থাকতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী

টাঙ্গাইলদর্পণডটকম : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘দেশের সব মানুষকে নিয়ে আমরা নিরাপত্তার বেষ্টনীতে থাকতে চাই।’ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমীর সামনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৫-এর র‌্যালি ও সমাবেশের উদ্বোধনের আগে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমাদের দেশে প্রতিদিন কোনো না কোনো জায়গায় দুর্ঘটনা ঘটছেই। এ থেকে বের হওয়ার পথ আমাদেরই খুঁজতে হবে। কারণ নিজেরা সচেতন না হলে এ থেকে পরিত্রাণ পাওয়া যাবে না।’

তিনি বলেন, ‘নিরাপদ সড়কের আন্দোলন শুধু নিরাপদ সড়ক নয়, আমাদের জান-মালেরও নিরাপত্তার জন্য এই আন্দোলন।’

রাস্তার অভাব রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যতটুকু রাস্তা আছে সেটার উৎকৃষ্ট ব্যবহার নিশ্চিত করতে হবে। এই জন্য যত্রতত্র গাড়ি পার্কিং করা যাবে না। যেদিক দিয়ে মন চায় গাড়ি চালানো যাবে না। এ ছাড়া সঠিক লেন মেনে গাড়ির গতি কমিয়ে চালাতে হবে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনসহ শত শত মানুষ।

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel