২১২ যাত্রীবাহী রুশ বিমান নিখোঁজ

২১২ যাত্রীবাহী রুশ বিমান নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক :  মিসরের সিনাই উপত্যকা থেকে ২১২ যাত্রী নিয়ে একটি রুশ বিমান যাত্রা শুরুর পর নিখোঁজ হয়েছে। সিনাইয়ের শারম এল শেখ বিমানবন্দর থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ যাওয়ার পথে বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিমানটির অধিকাংশই যাত্রী রাশিয়ার পর্যটক ছিলেন। রুশ বিমান কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা আরআইএ এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

কর্মকর্তারা জানান, রাশিয়ান এয়ারলাইন কোগালিমাভিয়ার এ-৩২১ এয়ারবাসের ওই বিমানটিতে যাত্রী ও ক্রুসহ ২২৪ জন আরোহী ছিলেন। যাত্রীদের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে তা এখনো জানা যায়নি।

এদিকে মিসরের গণমাধ্যম দাবি করছে, যাত্রীবাহী রুশ বিমানটি সিনাই উপত্যকার কাছে বিধ্বস্ত হয়েছে। অন্যদিকে রাশিয়ার দাবি, সাইপ্রাসের কাছাকাছি পৌঁছার পর বিমানটি নিখোঁজ হয়েছে।