নেইমারের নিষেধাজ্ঞার বিপক্ষে ব্রাজিলের করা আপিল বাতিল করে দিয়েছে সিএএস

নেইমারের নিষেধাজ্ঞার বিপক্ষে ব্রাজিলের করা আপিল বাতিল করে দিয়েছে সিএএস

স্পোর্টস ডেক্স : নেইমারের ৪ ম্যাচ নিষেধাজ্ঞা কমানোর জন্য ব্রাজিল ফুটবল ফেডারেশনের করা আপিল খারিজ করে দিয়েছে দ্য কোর্ট অব আরবিট্রেশন (সিএএস)। গতকার শুক্রবার এক বিবৃতিতে এমন কথা জানায় সিএএস।

চলতি বছর কোপা আমেরিকা টুর্নামেন্টের প্রথম রাউন্ডে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখেন নেইমার। পরপর দু’ম্যাচ হলুদ কার্ড হওয়ায় টুর্নামেন্টের নিয়মানুযায়ী ১ ম্যাচ এমনিতেই নিষিদ্ধ হয়ে যান তিনি। তবে ম্যাচ শেষে অশোভন আচরণের কারণে লাল কার্ড দেখেন নেইমার। ফলে মোট ৪ ম্যাচ নিষিদ্ধ হন তিনি।

তাই ব্রাজিলের হয়ে ইতোমধ্যে ২ ম্যাচ খেলতে পারেননি নেইমার।

এমনকি ২০১৮ বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের পরের দুই ম্যাচেও দেখা যাবে না নেইমারকে। তবে নেইমারকে দলে পেতে তার নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করেছিলো ব্রাজিল ফেডারেশন।

কিন্তু সেই আপিল নাকচ করে দিয়েছে সিএএস। এক বিবৃতিতে সিএএস জানায়, ‘তার ২ ম্যাচ নিষিদ্ধ থাকার বিষয়টি বহাল থাকবে। ব্রাজিলের হয়ে আগামী ২ ম্যাচে খেলতে পারবেন না তিনি।’

আগামী ৮ অক্টোবর বিশ্বকাপ বাছাই পর্বে চিলির বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল। এরপর ১৩ অক্টোবর ভেনেজুয়েলার মুখোমুখি হবে ৫বারের বিশ্বচ্যাম্পিয়নরা।