নতুন সংস্করণের স্মার্টওয়াচের ঘোষণা এলজি’র

নতুন সংস্করণের স্মার্টওয়াচের ঘোষণা এলজি’র

প্রযুক্তি ডেক্স : নতুন সংস্করণের স্মার্টঘড়ি আনার ঘোষণা দিয়েছে সাউথ কোরিয়ান টেক জায়ান্ট এলজি। এটি এলজি ওয়াচ আরবান নামের স্মার্টঘড়ির ২য় সংস্করণ। আর প্রতিষ্ঠানটির ৪র্থ স্মার্টওয়াচ সংস্করণ।

আসছে বসন্তেই ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে ডিভাইসটি। অর্থাৎ ২০১৬ সালের মার্চ বা এপ্রিল মাসে ডিভাইসটি বিক্রির জন্য উন্মুক্ত করা হবে। তবে এর আগে আসছে নভেম্বর মাসে এটি রিভিউর জন্য উন্মুক্ত করা হবে।
তুলনামূলক ছোট ও পাতলা ডিভাইসটির ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে ছেলে-মেয়ে যে কেউ এটি পড়তে পারে।

এর প্লাস্টিক ও এলইডি ডিসপ্লে ৪৮০*৪৮০ পিক্সেলের। আকার হবে ১ দশমিক ৩ ইঞ্চি থেকে ১ দশমিক ৩৮ ইঞ্চি পর্যন্ত। পরিধেয় ডিভাইসটির দৈর্ঘ্য ৫২ মিলিমিটার আর উচ্চতা ১১ মিলিমিটার।

স্মার্টফোনের অন্য ফিচারগুলোর মধ্যে রয়েছে হার্টবিট মাপার সেন্সর, ওয়াই-ফাই, ব্লুট্রুথ ও জিপিএস। এছাড়া ঘড়িটি পানি ও ধুলা রোধক। তবে ঘড়িটির ব্যাটারির কার্যক্ষমতা মাত্র ৪১০ মিলিঅ্যাম্পিয়ার। অর্থাৎ মাত্র ২৪ ঘন্টার কিছু বেশি সময় ধরে সার্ভিস দিতে পারবে ডিভাইসটি।

বরাবরের মতো এবারও এলজি’র স্মার্টঘড়িটিতে অপারেটিং সিসটেম হিসেবে গুগলের অ্যান্ড্রয়েড ব্যবহার করা হয়েছে।