ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি দুই বাংলা

ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি দুই বাংলা

স্পোর্টস ডেক্স : এপার বাংলার ক্লাব মোহামেডান। ওপার বাংলার ক্লাব ইস্ট বেঙ্গল। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাব ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে দুই দল। তবে ফাইনালে যাওয়ার লড়াইয়ে আজ তারা একে অপরের মুখোমুখি। কে যাবে ফাইনালে? এপার বাংলা নাকি ওপার বাংলা? ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে। সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।

এই সেমিফাইনাল থেকে যে দল ফাইনালের টিকিট পাবে তারা ৩০ অক্টোবর শিরোপা নির্ধারণী ম্যাচে চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হবে।

গ্রুপপর্বে প্রথম ম্যাচে আফগানিস্তানের ক্লাব স্পিনগর বাজানের কাছে হেরে শুরু করে ঢাকা মোহামেডান। কিন্তু পরের দুটি ম্যাচে দাপটের সঙ্গে জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। অন্যদিকে গ্রুপপর্বে অপরাজিত পশ্চিমবঙ্গের ক্লাব ইস্ট বেঙ্গল। এই টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দলও বটে তারা। তাদের বিপক্ষে পারবে কী ঢাকা মোহামেডান?

ইস্ট বেঙ্গলের বেশ কয়েকজন খেলোয়াড় ভারতের ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) খেলে। তাদের বিপক্ষে জয় তুলে নিয়ে ফাইনালে যেতে হলে নিজেদের সেরাটা দিয়েই খেলতে হবে মোহামেডানকে। তবে সেক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়িয়েছে সাদা-কালো জার্সিধারীদের ইনজুরির সমস্যা। দলের ৬-৭ জন খেলোয়াড়ের ইনজুরি। তারপরও নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে মোহামেডানের খেলোয়াড়রা।

ঘরের মাঠে খেলা হওয়ায় এবং স্বাগতিক দর্শকদের সমর্থন ঢাকা মোহামেডানকে কিছু সুবিধা দেবে। সেই সুবিধা কাজে লাগিয়ে প্রথমবারের মতো আয়োজিত শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠতে পারে কিনা এপার বাংলা সেটাই দেখার বিষয়।