ধনবাড়ীতে ৫০ শয্যার অত্যাধুনিক হাসপাতাল উদ্বোধন

ধনবাড়ীতে ৫০ শয্যার অত্যাধুনিক হাসপাতাল উদ্বোধন

স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের নবগঠিত ধনবাড়ী উপজেলার অবহেলিত মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য অত্যাধুনিক ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক ধনবাড়ী আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

২০১৩ সালে প্রধান মন্ত্রী শেখ হাসিনা এই হাসপাতালের নির্মাণ কাজের ভিত্তি ফলক স্থাপন করেছিলেন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. সৈয়দ ইবনে সাইদের সভাপতিত্বে প্রায় ১৯কোটি টাকা ব্যয়ে নির্মিত ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধনী সভায় টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. কামরুল হাসান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হকসহ স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।