খিলগাঁওয়ে ৩০ ভরি স্বর্ণ লুট : আটক ১০

খিলগাঁওয়ে ৩০ ভরি স্বর্ণ লুট : আটক ১০

স্টাফ রিপোর্টার : রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় একটি বাসার গ্রিল কেটে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ৩০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ এক লাখ লুট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে খিলগাঁও থানা পুলিশ।

রোববার ভোরে পূর্ব গোড়ানের ৪৬৪ নম্বরে এ কে এম গোলাম কবির কচি নামে এনসিসি ব্যাংকের এক কর্মকর্তার নিজ বাসায় এ ঘটনা ঘটে। এ সময় এনসিসি ব্যাংকের ওই কর্মকর্তা ও তার পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়ার আত্মীয় ফরিদ উদ্দিন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আহতদের প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বিষয় নিশ্চিত করে জানান, ডাকাত দল রোববার ভোরে পূর্ব গোড়ানের ৪৬৪ নম্বরে এ কে এম গোলাম কবির কচি নামে এক ব্যাংক কর্মকর্তার বাসার গ্রিল কেটে ৩০ ভরি স্বার্ণালংকার ও এক লাখ টাকা লুট করে নিয়ে যায়। পরে বিষয়টি নিয়ে অভিযান চালিয়ে ডাকাত দলের ১০ জনকে আটক করা হয়েছে।