সিরিয়া-লেবাননে ধুলোঝড়ে ১২ জনের মৃত্যু

সিরিয়া-লেবাননে ধুলোঝড়ে ১২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া ও লেবাননে প্রচণ্ড ধুলোঝড়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) ধুলোঝড়টি দেশ দু’টোতে আঘাত হানে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

লেবাবনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে নিহতদের মধ্যে অন্তত তিনজন শরণার্থী নারীও রয়েছেন। আহত ছাড়াও অন্তত সাড়ে সাতশ মানুষকে শ্বাসজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ধুলোঝড়ে লেবাননে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরাঞ্চলীয় আক্কার জেলা।

সিরিয়ায় ঝড়টি আঘাত হানে সোমবার (০৭ সেপ্টেম্বর)। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ দেইর আল-জৌরের আল-মায়াদিন এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এর আঘাতে। এছাড়া রাজধানী দামেস্ক ও হোমস প্রদেশের আল-হৌলা এলাকাও ঝড়ের কবলে পড়ে। আল-হৌলায় এক নারী ও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

এছাড়া সিরিয়ার হামা এলাকায় মৃত্যু হয়েছে অন্তত তিন নারীর। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলছে, ঝড়ের কারণে আহত হয়ে ও শ্বাসজনিত সমস্যায় ভুগে বিভিন্ন হাসপাতালে সাড়ে তিন হাজারের মতো মানুষ চিকিৎসা নিচ্ছেন।

সিরিয়া ও লেবানন ছাড়াও জর্দান, ইসরায়েল ও মিশরেও ঝড়টি আছড়ে পড়ে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।