আইনস্টাইন ও হকিংকে হারালো ১২ বছরের লিডিয়া

আইনস্টাইন ও হকিংকে হারালো ১২ বছরের লিডিয়া

প্রযুক্তি ডেক্স : বয়স মাত্র ১২ বছর। কিন্তু মেনসা আইকিউ টেস্টে ১৬২ পয়েন্ট পেয়ে বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের মধ্যে অন্যতম আলবার্ট আইনস্টাইন ও জীবন্ত কিংবদন্তি স্টিফেন হকিংকে ছাড়িয়ে গেছে এ কিশোরী।

বলা হচ্ছে ইংল্যান্ডের কোলচস্টার কাউন্টি স্কুলের শিক্ষার্থী লিডিয়া সেবাস্টিয়ানের কথা। ব্রিটিশ এই কিশোরী মেনসা আইকিউ টেস্টে আইনস্টাইন ও হকিংয়ের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে আছে।

বিশ্ববিখ্যাত দুই বিজ্ঞানীর কাতারে যোগ দিতে পেরে খুব খুশি লিডিয়া।

মার্কিন সংবাদ নেটওয়ার্ক সিএনএনকে সে জানায়, ‘আমি মনে করি না আলবার্ট আইনস্টাইন ও স্টিফেন হকিংয়ের মতো মহান বুদ্ধিজীবীদের সঙ্গে আমার তুলনা করা উচিত। তারা অনেক কিছু অর্জন করেছেন।’

তবে টেস্টে অংশ নেওয়ার আগে বেশ ভয় পেয়েছিল লিডিয়া। টেস্টটিকে বেশ কঠিনও মনে করেছিল সে। তবে টেস্ট শুরুর পর সহজই মনে হয়েছিল তার।

মেনসা আইকিউ টেস্টে কেউ ১৪৮ পয়েন্টের বেশি পেলেই তাকে বুদ্ধিমান ধরা হয়।

চলতি বছর লিডিয়া ছাড়াও ব্রিটিশ শিক্ষার্থী নিকোলা বার (১২) ও আহিল জৌহের (১০) মেনসা আইকিউ টেস্টে ১৬২ পয়েন্ট পেয়েছে।