স্পেশাল অলিম্পিকে বাংলাদেশের ১২ স্বর্ণ

স্পেশাল অলিম্পিকে বাংলাদেশের ১২ স্বর্ণ

স্পোর্টস ডেস্ক : বুদ্ধিপ্রতিবন্ধীদের নিয়ে  লস অ্যাঞ্জেলেসের স্পেশাল অলিম্পিকে মোট ১২টি স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। ছয়টি ইভেন্টে অংশ নিয়েছেন বাংলাদেশের অ্যাথলেটরা। ফুটবল ছাড়া বাকি পাঁচটি ইভেন্টে স্বর্ণ পেয়েছেন তারা। সবচেয়ে বেশি স্বর্ণ এসেছে ব্যাডমিন্টনে। এই ইভেন্টে চারটি স্বর্ণ পেয়েছে বাংলাদেশ।

অ্যাথলেটিক্সে ৩টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ। বউছি থেকে এসেছে ২টি স্বর্ণ। সুইমিংয়ে ১টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশের বুদ্ধিপ্রতিবন্ধীরা। টেবিল টেনিস থেকে এসেছে ২টি স্বর্ণ ও ১টি রৌপ্য। সব মিলিয়ে স্পেশাল অলিম্পিকস গেমসে ১২টি স্বর্ণ, ১১টি রৌপ্য ও ৮টি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।