গুগলকে টেক্কা দিবে এক কিশোর

গুগলকে টেক্কা দিবে এক কিশোর

প্রযুক্তি ডেক্স : সার্চ ইঞ্জিন গুগলকে টেক্কা দেয়ার ঘোষণা দিলো ভারতীয় বংশোদ্ভূত এক কিশোর। আনমল টুকরেল নামে ১৬ বছর বয়সী ওই কিশোর এমন একটি পার্সোনালাইজড সার্চ ইঞ্জিন তৈরি করেছে যেটি গুগলের সার্চ ইঞ্জিনের থেকেও ৪৭ শতাংশ বেশি নিখুঁত!

গুগলেরই বিজ্ঞান মেলায় ওনলাইনে ১৩ থেকে ১৮ বছরের পড়ুয়াদের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই প্রতিযোগিতার জন্যই সার্চ ইঞ্জিনটি ডিজাইন করে আনমোল। এক সাক্ষাৎকারে আনমোল বলেছে, ‘পার্সোনালাইজড সার্চ স্পেসে কিছু করতে চাইছিলাম। কিন্তু তারপর ভেবে দেখলাম কাজটাতো ইতিমধ্যেই গুগল করে ফেলেছে। তাই ভাবলাম পরবর্তী লেভেলে একে নিয়ে যাওয়ার চেষ্টা করি।’

১ জিবি ফ্রি স্পেসসহ একটি সাধারণ কম্পিউটার, পাইথন ল্যাঙ্গুয়েজ ডেভলপমেন্ট এনভায়রনমেন্ট, একটি স্পিড শাটার প্রোগ্রাম, গুগল অ্যাকসেস এবং নিউইয়র্ক টাইমস। এই কম্বিনেশনেই গুগলের থেকেও এফিসিয়েন্ট সার্চ ইঞ্জিন তৈরি করে ফেলেছে আনমোল!

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel