৬ জেলায় ৯টি সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৬ জেলায় ৯টি সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৬ জেলায় ৯টি সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে গণভবনে বসে তিনি এ সেতুগুলোর উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের দক্ষিণ অঞ্চল বেশি অবহেলিত হয়ে আছে। এর উন্নয়ন প্রয়োজন। এই সেতুগুলো দক্ষিণ অঞ্চলের মানুষের উপকারে আসবে।

সূত্রে জানা গেছে, মাদারীপুরের ৪টি ব্রিজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এছাড়াও সিলেট জেলায় নবনির্মিত গোলাপগঞ্জ-বিয়ানিবাজার সড়কে কুশিয়ারা নদীর ওপর চান্দেরপুর ব্রিজ উদ্বোধন করেন। এ ছাড়াও পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে শেখ রাসেল ব্রিজ, কক্সবাজারের চকোরিয়া-বদরখালী-মহেশখালী সড়কে বেতাখালী ব্রিজ, সুনামগঞ্জের সুরমা নদীর ওপর আবদুজ জহুর ব্রিজ এবং গাইবান্ধা জেলার গাইবান্দা-নকাইহাট-গোবিন্দগঞ্জ সড়কে করতোয়া নদীর ওপর বরদহ ব্রিজ উদ্বোধন করেন।