মধুপুরে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

মধুপুরে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

স্টাফ রিপোর্টার :  টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার জামালপুর রোডে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩০-৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।

বুধবার (৮ জুলাই) ভোর ৫টার দিকে নজরুল ইসলাম বাবুলের শফি জেনারেটর সেন্টারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জেনারেটর সেন্টারে থাকা কিশোর আলাউদ্দিন ও প্রত্যক্ষদর্শীরা  বাংলানিউজকে জানান, ভোরে চালু জেনারেটরে হঠাৎ বিকট শব্দ হয়। এ সময় জেনারেটরের নিয়ন্ত্রণ বোর্ড থেকে আগুনের ফুলকি পড়তে থাকে। এই ফুলকি জেনারেটরের জ্বালানিতে পড়লে মুহূর্তের মধ্যে জেনারেটরসহ পুড়ো কক্ষে আগুন ধরে যায়। পরে মধুপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিভায়। ততক্ষণে জেনারেটর, ওই সেন্টারে থাকা মোটরসাইকেল, টিভি এবং সেন্টারে থাকা সবকিছু পুড়ে যায়। এতে ৩০-৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মধুপুর ফায়ার স্টেশনের সাব স্টেশন কর্মকর্তা আলাউদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালু জেনারেটরে শর্ট সার্কিট হয়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

তিনি আরও বলেন,  আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১৫ লাখ টাকা হবে।