বাড়িভাড়া নির্ধারণে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ

বাড়িভাড়া নির্ধারণে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ

বাড়িভাড়া নির্ধারণে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি বজলুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বুধবার এ আদেশ দেন।

আদালত বলেন, “এ কমিটি আগামী ছয় মাসের মধ্যে এলাকাভিত্তিক বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের সঙ্গে আলোচনা সাপেক্ষে বাড়িভাড়া নির্ধারণ করবে।”

বাড়িভাড়া নির্ধারণে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে ২০১০ সালে রুল জারি করেছিলেন হাইকোর্ট। রুলের শুনানি শেষে হাইকোর্ট বুধবার এ আদেশ দিলেন।