ওয়ানডে সিরিজ নিয়ে আশাবাদী প্রধান নির্বাচক

ওয়ানডে সিরিজ নিয়ে আশাবাদী প্রধান নির্বাচক

মঙ্গলবার বিকেলে ঘোষিত হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দল। প্রথম দুটি ওয়ানডের জন্য ঘোষিত দল নিয়ে ব্যাখ্যা দেওয়ার পর ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল ভালো করবে-এমন আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের প্রধাণ নির্বাচক ফারুক আহমেদ।

এই নির্বাচক মনে করেন টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, ‘হার একটা দলের আত্মবিশ্বাসে প্রভাব ফেলে। আমাদের ছেলেরা শেষ দুটি সিরিজ ভালো খেলেছে। বাংলাদেশের শক্তি হচ্ছে ওয়ানডে ক্রিকেট, এটা ছেলেরাও (ক্রিকেটাররা) খুব ভালো করে জানে। টি-২০ প্রভাব একটু থাকবে কিন্তু ওয়ানডেতে খারাপ করার মতো হবে না।’

একই সঙ্গে দক্ষিণ আফ্রিকা দলের শক্তির কথাও মনে করিয়ে দেন ফারুক আহমেদ, ‘দক্ষিণ আফ্রিকা দ্বি-পাক্ষিক সিরিজে কিন্তু সেরা দল। প্রতিপক্ষ কে সেটাও আমাদের চিন্তা করতে হবে। আমাদের চিন্তা করতে হবে, গত দুইটা সিরিজে আমরা ভালো দুটি দলকে হারিয়েছি। এটা কাজে লাগিয়ে আমরা ভালো একটা সিরিজের অপেক্ষায় আছি।’