অভিষেক টেস্টে দ.আফ্রিকা শিবিরে মুস্তাফিজ ভীতি

অভিষেক টেস্টে দ.আফ্রিকা শিবিরে মুস্তাফিজ ভীতি

চট্টগ্রামে এক ওভারে দক্ষিণ আফ্রিকার তিনটি উইকেট নেওয়ার পর মুস্তাফিজকে সতীর্থদের অভিনন্দন।
ওডিআইতে অসামান্য সাফল্যের পর অভিষেক টেস্টে দক্ষিণ আফ্রিকার শিবিরে আতঙ্ক তৈরি করেছেন বাংলাদেশের ১৯ বছরের পেসার মুস্তাফিজুর রহমান। চট্টগ্রামে ম্যাচের প্রথম দিনে মাত্র ৩৭ রান দিয়ে চারটি উইকেট নিয়ে প্রতিপক্ষের মিডল অর্ডারে ধস নামান তিনি।

দক্ষিণ আফ্রিকার রান যখন তিন উইকেটে ১৭৩, সে সময় মুস্তাফিজ এক ওভারেই অধিনায়ক হাশিম আমলা, দ্যুমিনি এবং ডি ককের উইকেট তুলে নেন। 

চার বলে এই তিনটি উইকেট চলে যাওয়ায় দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার ধসে পড়ে।

যে ব্যাটসম্যান পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন, সেই টি বাভুমার উইকেটটিও মুস্তাফিজের শিকার হলে, দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ২৪৮ রানে গুটিয়ে যায়।

এক সময় দক্ষিণ আফ্রিকার ইনিংসের স্কোর ছিল এক উইকেটে ১৩৬। পরে মাত্র ১১২ রানে বাকি নটি উইকেট পড়ে যায়।

বাংলাদেশের বোলিংয়ের এই সাফল্যে মুস্তাফিজকে সঙ্গ দিয়েছেন জুবাইর হোসেন। ৫৩ রান দিয়ে জুবাইর পেয়েছেন তিনটি উইকেটে।