বাহুবলীর  স্থান গিনেস বুকে

বাহুবলীর স্থান গিনেস বুকে

বিনোদন ডেস্ক : বক্স অফিসে সাড়া ফেলে রেকর্ড সৃষ্টি করা এস এস রাজামৌলীর কালজয়ী ছবি বাহুবলী এবার ভেঙে ফেললো গিনেস বুকের রেকর্ড। বিশ্বের সবচেয়ে বড় পোস্টারের স্বীকৃতি পেয়েছে এই ফিল্মের পোস্টার।

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছে, জুন মাসের ২৭ তারিখ কোচিতে বাহুবলীর অডিও উদ্বোধনের সময় ছবিটির যে পোস্টার ব্যবহার করা হয়েছিল, সেটাই পৃথিবীর বহত্তম পোস্টার।

৫১ হাজার ৫৯৮ দশমিক ২১ বর্গফুটের সেই পোস্টারই ভেঙে ফেলেছে আগের রেকর্ড। এর আগে সবচেয়ে বড় পোস্টারের মাপ ছিল ৫০ হাজার ৬৮৭ দশমিক ২৫ বর্গফুট।

কেরালায় বাহুবলীর ডিস্ট্রিবিউটর গ্লোবাল ইউনাইটেড মিডিয়ার মস্তিষ্কপ্রসূত এই বিশাল পোস্টার। যদিও পোস্টারটির ডিজাইন করেছিলেন স্বয়ং রাজামৌলী। ৩০ সদস্যের একটি দল তিনদিন উদয়াস্ত পরিশ্রম করে এই পোস্টার তৈরি করেছেন।

দক্ষিণি মেগাস্টার রজনীকান্তের এনথিরনকে পিছনে ফেলে, তামিল ও তেলুগু ভাষায় তৈরি বাহুবলী ইতোমধ্যেই সবচেয়ে বড় ব্লকবাস্টারের তকমা পেয়েছে।

প্রাচীন রাজ্য দখলে দুই ভাইয়ের লড়াইয়ের গল্প, এ পর্যন্ত বিশ্বব্যাপি ৩২০ কোটি টাকা আয় করেছে।