রোনাল্ডো পর্তুগালের সর্বকালের সেরা ফুটবলার

রোনাল্ডো পর্তুগালের সর্বকালের সেরা ফুটবলার

স্পোর্টস ডেক্স : পর্তুগাল ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন সদ্য ব্যালন ডি’অর জয় করা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। পর্তুগাল ফুটবলের শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভক্তদের ভোটে রোনাল্ডোকে দেশটির সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত করে ফেডারেশনটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি সেপ ব্লাটার ও উয়েফা সভাপতি মাইকেল ব্লাটার। তবে কোপা ডেল’রের ম্যাচ থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি রোনাল্ডো।
রোনাল্ডো ছাড়াও পর্তুগালের তারকা খেলোয়াড়ের তকমা রয়েছে লুইস ফিগো ও ইউসেবিওর। তবে ফিগো ও ইউসেবিওকে পিছনে ফেলে পর্তুগাল ভক্তদের ভোটে দেশটির ১০০ বছরের ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলার নির্বাচিত হন রোনাল্ডো।
জাতীয় দলের হয়ে পারফরমেন্সের বিচারেও বেশ এগিয়ে রোনাল্ডো। ১১৮টি আন্তর্জাতিক ম্যাচে ৫২ গোল করেছেন তিনি। ফলে দেশটির সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন সবার উপরেই রয়েছেন রোনাল্ডো। ফিগো জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন ১২৭টি ম্যাচ। তার গোল সংখ্যা ৩২। আর ইউসেবিও ৬৪ ম্যাচে অংশ নিয়ে গোল করেছেন ৪১টি।